Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 

রুপকল্প (Vision): ভোলা জেলার অন্তগত বোরহানউদ্দিন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করে সকল শিশুর জন্য যোগ্যতাভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা । চাহিদা নিরুপণ করে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা এবং প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ।

 

 

অভিলক্ষ্য (Mission): সকল শিশুর জন্য যোগ্যতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য- (ক) পরিদশণ ও পরিদশন কাযকরণকে সঠিকভাবে কাজে লাগানো খ) ধারাবাহিক শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকবৃন্দের দৃষ্টিভঙ্গি ও চাকুরীকালীন পেশাগত উন্নয়ন (গ) চাহিদা নিরুপণ করে করে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা এবং প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ ঘ) উপজেলা রিসোস সেন্টার বোরহানউদ্দিন, ভোলা এর সংলগ্ন বিদ্যালয়কে সার্বিক সাহায্য প্রদান।